শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আত্মসমর্পণ করে জামিন চাইলেন ট্যাম্পাকোর মালিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাÐের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ আট জনের আগাম জামিন আবেদনের আংশিক শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চে মকবুল হোসেনসহ আট জন আত্মসমর্পণ করেন। অন্যরা হলেন- ট্যাম্পাকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মকবুল হোসেনের স্ত্রী সাজেদা পারভীন হোসেন, জেনারেল ম্যানেজার শফিকুর রহমান, ম্যানেজার (অ্যাডমিন) মনির হোসেন, ডিএমডি আলমগীর হোসেন ও ম্যানেজার আবুল হোসেন। আদালতে ট্যাম্পাকোর কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার ও মাহবুব আলী এমপি। সঙ্গে ছিলেন আইনজীবী আতাউল গণি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। বশির আহমেদ বলেন, ‘ট্যাম্পাকোর কর্মকর্তারা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন