স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও এখন থেকে দলের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দলটির আরো চার নেতা। তারা হলেনÑ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা: দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আমার একার ওপর ভীষণ চাপ পড়ে যায় বলে কথা বলার জন্য এ চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে। দলের সব বিষয়ে আমি কথা বলব এটাও হয় না। আর এ পদক্ষেপের মধ্য দিয়ে অন্য নেতাদেরও কাজের পরিধি বাড়ানো হলো।
তিনি বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। নেত্রী বলেছেন, আমি এই চারজনকে ঠিক করে দিলাম। একেক বিষয় নিয়ে তারা একেক জন কথা বলবেন। যদিও দলীয় গঠনতন্ত্রে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য মুখপাত্র বানানোর নিয়ম নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন