শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সেভেরোডোনেৎস্ক পুনরুদ্ধার করা সম্ভব নয়, স্বীকার জেলেনস্কির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৫:৫৩ পিএম | আপডেট : ৮:২০ পিএম, ৭ জুন, ২০২২

পূর্ব ইউক্রেনীয় শহর সেভেরোডোনেৎস্ক রাশিয়ান বাহিনীর হাতে পড়লে তা পুনরুদ্ধার করতে অনেক সরঞ্জাম এবং সৈন্য ব্যয় করতে হবে। এ মন্তব্যের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কার্যত স্বীকার করে নিলেন যে, সেভেরোডোনেৎস্ক উদ্ধার করা তাদের পক্ষে আর সম্ভব নয়।

সোমবার জেলেনস্কি সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন যখন রাশিয়ান বাহিনী ভারী লড়াইয়ের মধ্যে শহরটি দখল করতে প্রস্তুত বলে মনে হচ্ছে, ইউক্রেনীয় প্রাভদা রিপোর্ট করেছে। রাশিয়ান বাহিনী ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে সংঘাতের আগের পর্যায়ে অগ্রসর হওয়ার সময় এ স্বীকারোক্তি আসে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহানস্কের নিয়ন্ত্রণ নিতে চাইছেন, সেইসাথে দক্ষিণ-পশ্চিমে ডোনেৎস্ক অঞ্চল, যেখানে ক্রেমলিন-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্ব সীমান্ত বরাবর বিচ্ছিন্ন প্রজাতন্ত্র ঘোষণা করেছে। উপরন্তু, ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ান সৈন্যদের পুনরায় মোতায়েন করার ইঙ্গিত রয়েছে।

লুহানস্ক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই সোমবার টেলিগ্রামে বলেছেন যে, ‘সেভেরোডোনেৎস্কের পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে।’ শহরটি থেকে ইউক্রেনের বাহিনী প্রত্যাহার করা উচিত কিনা জানতে চাইলে জেলেনস্কি সাংবাদিকদের বলেন যে, শহরটি পুনরুদ্ধার করতে পাল্টা আক্রমণে পাঁচগুণ বেশি সরঞ্জাম এবং সৈন্য লাগবে। সূত্র: নিউজউইক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোঃ ফিরোজ আল মামুন ৮ জুন, ২০২২, ৬:০৭ এএম says : 0
একশত ভাগ সত্য কথা।
Total Reply(0)
Khondaker Shahjahan ৭ জুন, ২০২২, ১১:৪৩ পিএম says : 0
রাশিয়া প্রথমত ইউক্রেন আক্রমণ করেছিলো নিজেদের পছন্দমত একটা সরকার বসিয়ে দিতে। কিন্তু আমেরিকা ও জেলেনস্কির অগ্রিম বুদ্ধির কারণে তা সম্ভব হয়নি। এখন রাশিয়া দেশটির প্রায় ২০% এলাকা দখল করে নিয়েছে যা আর ফেরত আসা প্রায় অসম্ভব। আমেরিকার বুদ্ধি ধরলে পরিনতি এমনই হয়। দনবাস যুদ্ধ জেলেনস্কির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ইউক্রেন যুদ্ধে হেরে গেছে বলা যায়। যত দেরি হবে সৈন্য, সরন্জাম ও দেশের ইনফ্রাষ্ট্রাকচার ধ্বংস হবে, লাভ কিছু হবেনা। আমেরিকার বন্ধুত্বের ফল এ রকমই হয়।
Total Reply(0)
ফারুক আজিজ ৮ জুন, ২০২২, ১০:৩৬ এএম says : 0
আপনি প্রেসিডেন্ট, যখন সবি বুঝতে পারছেন যে আপনার স্থান সংকুচিত হয়ে আসছে তখন একজন রাজনৈতিক প্রেসিডেন্ট সাথে সাথে নেগোসিয়েশনের টেবিলে বসে যাবে।এখনো সময় থাকতে ডিপলোমেটিক আলোচনা শুরু করুণ তানাহলে যে ভাবে রাশিয়া এগুচ্ছে আপনার সব যাবে। এমন হবে যে আপনার দল আর দেশের মধ্যে বিদ্রোহ শুরু হবে আপনার কারণে। তাই সময় থাকতে আলোচনা শুরু করে দিন।
Total Reply(0)
ফারুক আজিজ ৮ জুন, ২০২২, ১০:৩৬ এএম says : 0
আপনি প্রেসিডেন্ট, যখন সবি বুঝতে পারছেন যে আপনার স্থান সংকুচিত হয়ে আসছে তখন একজন রাজনৈতিক প্রেসিডেন্ট সাথে সাথে নেগোসিয়েশনের টেবিলে বসে যাবে।এখনো সময় থাকতে ডিপলোমেটিক আলোচনা শুরু করুণ তানাহলে যে ভাবে রাশিয়া এগুচ্ছে আপনার সব যাবে। এমন হবে যে আপনার দল আর দেশের মধ্যে বিদ্রোহ শুরু হবে আপনার কারণে। তাই সময় থাকতে আলোচনা শুরু করে দিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন