থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬’। ডিজিটাল সমস্যা সমাধানের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগাযোগখাতে নতুন ও উদ্ভাবনী কি আসছে তা জানতে সারাবিশ্বই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবারের আন্তর্জাতিক এ প্রদর্শনীতে গিয়েছেন বিশ্বের ১শ’টি দেশের প্রায় ৪ হাজার সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের শীর্ষ নেতৃবৃন্দ। ‘বেটার সুনার, অ্যাকসেলেরেটিং আইসিটি ইনোভেশন টু ইমপ্রুভ লাইভস ফাস্টার’ স্লোগান নিয়ে এবারের এ আয়োজনের লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক উন্নয়নের ধারাকে ত্বরাণ্বিত করা। যোগাযোগ প্রযুক্তিখাতে বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ‘এনাবলার অব দ্য ডিজিটাল ইকোনমি, বিল্ডিং এ বেটার কানেক্টেড ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে ক্লাউড সম্পর্কে নতুন ধারণা ও অভিজ্ঞতা, জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্ক, আল্ট্রা ফাস্ট ওয়্যারলেস কমিউনিকেশন এবং স্মার্ট সব ডিভাইস প্রদর্শনের লক্ষ্যে এবারের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। টেলিকম ওয়ার্ল্ড ২০১৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ। ইতিমধ্যে হুয়াওয়ের প্রদর্শনী ঘুরে দেখেছেন থাই রাজকন্যা মহা চাকরি সিরিনধর্ন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত, আইটিইউ’র মহাসচিব হাওলিন ঝাও, বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও তথ্যপ্রযুক্তিখাতের নিয়ন্ত্রকগণ এবং এশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এ নিয়ে হুয়াওয়ের ক্যারিয়ার বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জো ঝিলেই বলেন, ‘ডাটা সেন্টার এবং ব্রডব্যান্ড নেটওয়ার্ক জাতীয় তথ্য অবকাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ‘বেটার কানেক্টেড ওয়ার্ল্ড’ অঙ্গীকারে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, উন্নয়নশীল যে কোনো দেশ বা অঞ্চল যারা উন্নয়নের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যেতে চান তাদের নীতিমালার সাহায্যে, সঠিক মান সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল অবকাঠামোগত কর্মকা- শুরু করে দিতে হবে। হুয়াওয়ের ন্যাশনাল ব্রডব্যান্ড সলুশ্যন নিয়ে সফলভাবে কাজ করার মতো দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। বিশ্বের সব দেশের সাথে ‘ব্রডব্যান্ড ক্যাপাসিটি’ উন্নয়নে কাজ করতে প্রস্তুত আমরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন