শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাবতলীতে হাতী দেখতে গিয়ে প্রাণ হারালো ৯বছরের শিশু

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ৭:৪৬ পিএম

বগুড়ার গাবতলীতে হাতী দেখতে গিয়ে প্রাণ হারালো ৯বছরের একটি শিশু পূত্র। গতকাল ৭জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরণীহাট পূর্বপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা হাতীটি বালিয়াদিঘী থেকে মালিকের সঙ্গে তরণীহাট পূর্বপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ওই গ্রামের ভ্যান চালক ভোধন শাহ এর ৯বছরের ছেলে হাসান মিয়া বিশালাকার হাতী দেখতে আসে। হাতীটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ইতিপূর্বে ঝড়ে ঝুলে থাকা একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল ভেঙ্গে ফেলে। ভেঙ্গে ফেলা ওই গাছের ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু হাসান মারা যায়। ঘটনার পর পরই স্থানীয় জনতা ভীড় করলে হাতীটি একটি ডোবায় নেমে পড়ে। পরবর্তীতে ডোবা থেকে হাতীটি উঠতে পারছে না। এরিপোর্ট লেখা পর্যন্ত হাতীটি ডোবায় ছিল। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম ও এসআই সোলাইমান আলী’সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, হাতী দেখতে এসে গাছের ডালের চাপায় পড়ে শিশু হাসান মারা গেছে। তবে কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় পরিবার ও ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন