শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা

চিঠিপত্র

আজম জহিরুল ইসলাম | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৪ এএম

মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে তরুণরাই বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি মাদক বিরোধী সংগঠন তৈরি করেছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। একই সাথে সকলকে সচেতন করতে বছরজুড়ে কর্মসূচি নিচ্ছে, মাদকের ব্যবহার না করতে প্রচারণা চালাচ্ছে, এটি নিঃসন্দেহে সবার জন্য অনুসরণযোগ্য। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এভাবে এগিয়ে আসে এবং মাদকের বিরুদ্ধে প্রচারণা চালায় তাহলে কিছুটা হলেও এর ভয়াবহতা থেকে জাতি মুক্তি পাবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এবং মাদক নির্মূলে এগিয়ে আসবেন।

গৌরীপুর, ময়মনসিংহ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন