বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০০ এএম

রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা ৯০টি স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদফতর।
গতকাল সকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও জামতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা সড়ক ও জনপথ বিভাগের স্ট্রেট ও আইন কর্মকর্তা (উপ-সচিব) অনিন্দিতা রায়, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ, আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত, এটিএসআই রাজীবসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল হামিদ বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও জামতলা এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে একটি চক্র। ওই জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলে। তাদেরকে একাধিবার নোটিশ প্রদান করা হলেও কোন কর্ণপাত করেনি। ফলে অভিযান চালিয়ে গতকাল ৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন