শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সহযোগিতা ছাড়া পানিবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় মসিক মেয়র

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

নগরবাসীর সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় বললেন (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। তিনি বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। এ কাজ শেষ হলে নগরবাসীর জীবনমানের দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, নগরী জলাবদ্ধতামুক্ত রাখতে হলে ড্রেন ও খালে ময়লা ফেলা এবং পাইলিংয়ের মাটি ড্রেনে ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নগরবাসীর এ সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।
গতাকল দুপুর ২টায় নগরীর চৌরঙ্গী মোড় এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রায় এক কোটি টাকা ব্যায়ে নগরীর চৌরঙ্গী মোড় থেকে জুবলী কোয়ার্টার মোড় পর্যন্ত ৪২০ মিটার আরসিসি ড্রেনে এবং ২১০ মিটার আরসিসি সড়কে এই নির্মাণ কাজ করা হবে। এ সময় কাউন্সিলর মো. আনিসুর রহমান আনিস, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন