রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগতিতে ১৩ ড্রাম চিংড়ি রেণুসহ আটক ২

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০৯ এএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিবহাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ ড্রাম গলদা চিংড়ির রেনুসহ দু’জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিবিরহাট এলাকার মেঘনানদীর পাড়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আটকৃতরা হলেন, রঘুনাথপুর এলাকার বদিউল বলমের ছেলে রেণু ব্যবসায়ী মো. বাবর ও বড়খেরী এলাকার মাহে আলমের ছেলে ট্রাক চালক মো. আপন।

উপজেলা কোস্ট গার্ডসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বিসিজি স্টেশান রামগতির মেঘনানদী সংলগ্ন বিবিরহাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে ৫ লাখ ৬০ হাজার পিস গলদা রেণু পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী। এ সময় আটককৃতদের ৫ হাজার করে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত ট্রাকটি মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন