শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সভাপতি মজনু মোল্লা সম্পাদক বিপ্লব

ভোলা জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব। দীর্ঘ ৬ বছর পরে গতকাল ভোলা জেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হল। গতকাল শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এ সময় তিনি বলেন, যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে ততদিন এই বাংলার জনগণের স্মৃতির মানসপটে থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপিসহ কিছু দলের নেতারা তাকে দেশের মানচিত্র থেকে মুছে দিতে গিয়ে তারা নিজেরাই মুছে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরাদের হাত থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরাদের স্থান দেয়া যাবে না। দূষিত রক্ত ফেলে দিতে হবে, খারাপকে ভালো করার দরকার নেই। আওয়ামী লীগে অনেক ভাল মানুষ আছেন। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভোলা জেলার সম্মেলনের কথা জানিয়েছি। তিনি সকলকে অভিন্দন জানিয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনের এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ.লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান, ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন