ফেনীর দাগনভূঁঞায় সালিশে বাগবিতণ্ডার জেরে ‘অণ্ডকোষ টিপে’ শাহ জালাল ফারুক (৪০) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হীরাপুর গ্রামের ওবায়দুল হক (৩৩), তার স্ত্রী সাহানা আক্তার (১৭) ও উত্তর খুশীপুর গ্রামের জহির আহম্মেদের স্ত্রী মারজান বেগম (৩৬)।
এর আগে শনিবার উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের মির্ধা বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার জমি বিরোধের জেরে বসা সালিশি বৈঠকে সাহাব উদ্দিন গংদের সঙ্গে দস্তাদস্তির এক পর্যায়ে ফারুক নামের একজন মারা যায়। ওই দিন রাতে ফারুকের বাবা আবদুল হাকিম বাদী হয়ে থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার এজহারভূক্ত ওবায়দুল হক, মারজান বেগম ও সাহানা আক্তারকে গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইমাম জানান, এ ঘটনা তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন