দিনাজপুরের পার্বতীপুরে কামরুন্নাহার (২৩) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর ধোবাকল বালাপাড়া গ্রামে হত্যাকাণ্ড ঘটিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার কথা প্রচার করা হয়। এমনটাই জানালেন নিহতের পরিবারসহ স্থানীয়রা। কিছুক্ষণ পর স্বামী সাকিল ও তার বাবা মাহাবুবার রহমান বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধুকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে স্বামী সাকিলকে আটক করে বদরগঞ্জ থানা পুলিশ। পরে তাকে পার্বতীপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, দেড় বছর আগে একই এলাকার নুর আমীনের মেয়ে কামরুন্নাহারের সাথে মাহাবুবার রহমানের ছেলে সাব্বির হোসেন সাকিলের বিয়ে হয়।
এর পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে কামরুন্নাহারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সাকিলসহ তার শ্বশুর বাড়ির লোকজন। এরই জের ধরে ঘটনার দিন দুপুরে সাকিল শ্বাশুড়ি শাহনাজ পারভীনকে ফোন করে ৬০ হাজার টাকা দাবি করে। তিনি নগদ ৩০ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু জামাই তা প্রত্যাখান করেন। এ কারণেই তাকে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে ঘরের বর্গার সাথে ঝুলিয়ে রাখা হয় বলে দাবি করেন নিহতের মা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন