ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সন্ত্রাসী হামলার শিকার আক্তার হোসেন (২৫) নামে এক যুবক একমাস চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হরিণাকুণ্ডুু উপজেলার হরিশপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে। নিহতের স্ত্রী আরজিনা খাতুন জানান, গত ৮ মে পাশর্^বর্তী জোড়াদাহ গ্রামের উসমান শাহ’র দুই ছেলে চাঁন মিয়া ও সুরুজ শাহ তার স্বামীকে হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে আক্তার এই হামলার শিকার হন। আহত আক্তারকে প্রথমে হরিণাকুণ্ডু হাসপাতাল ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এটি আঘাতজনিত হত্যাকান্ড বলে পরিবার দাবী করেছেন। হরিণাকুণ্ড থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত ১১ মে থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইতোমধ্যে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে যদি আঘাতে মৃত্যুর সত্যতা পাওয়া যায় তাহলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন