নওগাঁ জেলা জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের ডাবপট্টিতে পার্টির দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মো. তোফাজ্জল হোসেন। নওগাঁ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আনছার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহের আলী, ওয়াজেদ আলী, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, ছাইদুল ইসলাম দুলু, মোশারফ হোসেন, ডি এম গোলাম, মাসুদ রানাসহ পার্টির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে জাতীয় পাটি জয়লাভ করে জি, এম কাদেরের নেতৃত্বে সরকার গঠিত হবে। সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন