মানিকগঞ্জের দৌলতপুরে কলেজছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় দুইজনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল রোববার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপর ৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া তাদের বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
নিহত আরিফ হোসেন মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা এলাকার শুকুর আলীর ছেলে। সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের (অনার্স) বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। দণ্ড প্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. লিংকন ও একই এলাকার স্বরুপ আলীর ছেলে আলতাফ হোসেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কলেজছাত্র আরিফ হোসেনকে পূর্বশত্রুতার জের ধরে হত্যা করে ও লাশ ছিলামপুর সেতুর নিচে কচুরিপানা লুকিয়ে রাখে। পরে আসামিদের চাপ দিলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। ঘটনার দুইদিন পর পুলিশ ছিলামপুর সেতুর নীচ থেকে আরিফ হোসেনের লাশ উদ্ধার করেন। এই ঘটনায় নিহতের বাবা শুকুর আলী বাদি হয়ে লিংকন, আলতাফ, হাসান আলী, মজ্ঞু, সহন, মাইনুদ্দিন, রাসেল, বাদল ও জিন্নাত আলীকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের তদন্ত ও সিআইডির তদন্তের আসামিরা খালাস পায়। পরে ২০০৬ সালের ৩১ মে জুডিসিয়াল তদন্তের অভিযোগ পত্র আদালতে দাখিল করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন