শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় সাংবাদিক প্রদীপ হত্যার প্রধান আসামী গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৬:১৪ পিএম

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই সোহাগ হাওলাদারের(৪২) হাতে খুন হয় সাংবাদিক আবু জাফর প্রদীপ। সোহাগকে ঢাকা থেকে গ্রেফতারের পর বেড়িয়ে আসে এ হত্যাকান্ডের রহস্য। সোমবার দুপুরে এসব তথ্য গণমাধ্যমকে জানায় কলাপাড়া থানার ওসি মো: জসিম। এ ঘটনায় গত ৬ জুন প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

এসময় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম সাংবাদিকদের আরো জানান, গত ৫ জুন সন্ধ্যায় রজপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডা হয় সাংবাদিক প্রদীপের। এ ঘটনার জেরে রাত নয়টার দিকে সোহাগ চাকু দিয়ে জাফরের পেটে ও হাতে আঘাত করে পুকুরে ফেলে দেয়। মৃত্যু নিশ্চিত করে তিনি পালিয়ে যায়।

এ ঘটনার ৬ দিন পর ১১ জুন বিকেলে ঢাকার উত্তরা থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের দায় স্বীকার করেন তিনি। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন