বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আজ খুলনা শিপইয়ার্ডে উদ্বোধন

ল্যান্ডিং ক্রাফট ট্যাংক নির্মাণ

নাছিম উল আলম : | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ নৌ বাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ৩টি ‘ল্যান্ডিং ক্রাফট ট্যাংক’এর নির্মাণ কাজের সূচনা হচ্ছে আজ খুলনা শিপইয়ার্ডে। দেশে প্রথমবারের মতো এ ধরনের ল্যান্ডিং ক্রাফট ট্যাংক তৈরির গৌরব অর্জন করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডই। ফলে দেশের নৌযান শিল্পে নতুন মাইল ফলক রচিত হবে বলে মনে করছেন নৌযান বিশেষজ্ঞগণ। বাংলদেশ নৌ বাহিনীর খুলনা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহম্মদ আনোয়ার হোসেন-এনজিপি, পিসিজিএম, এনডিসি, পিএসসি আজ দুপুরে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ‘কিল লেয়িং’এর মাধ্যমে এসব সমর নৌযনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম শামসুল আজিজ-এনজিপি, পিএসসি-বিএন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জিএমবৃন্দ ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন