সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক। পৌরসভার ১০টি কেন্দ্রের সবকটি কেন্দ্র মিলিয়ে চামচ প্রতীক নিয়ে ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আবদুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়। বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজারের ভোটাররা এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দেন। তাই ভোট নিয়ে বেশ কৌতুহল দেখা গেছে ভোটারদের। এছাড়া বেসরকারি ফলাফল অনুযায়ী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য মেয়র প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন (জগ) ১ হাজার ৩৪৬ ভোট, আবদুস ছবুর (মোবাইল) ১ হাজার ২৯৩ ভোট, আবদুস সামাদ আজাদ (হ্যাঙ্গার) ৭৩৪ ভোট, আহবাব হোসেন সাজু (কম্পিউটার) ৭০৯ ভোট, আবদুল কুদ্দুস টিটু (হেলমেট) ৬৩২ ভোট, মো. অজি উদ্দিন (নারিকেল) ১৮৭ ভোট, জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙ্গল) ৯৫ ভোট ও কমিউনিস্ট পার্টির আবুল কাশেম (কাস্তে) ৬৭ ভোট পেয়েছেন। ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৭৯৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেয়র পদে ১০জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন