রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

মো: শামসুল আলম খান | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ৬:১৭ পিএম


ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো: হাবিবুর রহমান বুসা(৫৫) কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে আসামিকে দশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামি মো: হাবিবুর রহমান বুসা ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে মৃত হাজী মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ৩টায় ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন।
ঘটনার দশ বছর পর এই মামলার রায় ঘোষনা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো: ফখরুল ইসলাম।
তিনি জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্েয উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী স্বপ্না বেগম। এ ঘটনার একদিন পর ত্রিশাল থানায় বাবা হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে রুবেল মিয়া। ওই মামলায় র্দীঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতেই মৃত্যুদন্ডের রায় ঘোষনা করেন আদালতের বিজ্ঞ বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা কলেন সংশ্লিষ্ট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো: ফরিদ আহমেদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন