যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে চালানো এক অভিযানে তাকে আটক করা হয় বলে জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন বছর আগে যুদ্ধক্ষেত্রে আইএস পরাজিত হলেও তারপর থেকে তারা বিদ্রোহী হামলা চালিয়ে আসছে। মার্কিন জোট জঙ্গি এই গোষ্ঠীটির সদস্যদের লক্ষ্য করে অভিযান পরিচালনার পাশাপাশি হামলা চালিয়ে আসছে। বিবৃতিতে জোট বলেছে, “আটক এই ব্যক্তিকে একজন অভিজ্ঞ বোমা প্রস্তুতকারক ও সাহায্যকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। সে সিরিয়ায় গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা।” বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে কোনো বেসামরিক আঘাত পায়নি এবং জোট বাহিনীর কোনো আকাশযানও ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বৃহস্পতিবার সিরিয়ার কোনো অংশে এই অভিযান চালানো হয়েছে তা নির্দিষ্টভাবে জানায়নি মার্কিন জোট। এদিন সকালে তুরস্কের সমর্থনপ্রাপ্ত সিরিয়ার বিদ্রোহীদের পৃথক একটি গোষ্ঠীর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জোটের বাহিনীগুলো তুরস্কের সীমান্তের ঠিক দক্ষিণে আল-হামাইরা গ্রামে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়েছে, ওই এলাকায় এ ধরনের প্রথম অভিযান এটি। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন