শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হিলিতে মজুদ চালে কীটনাশক স্প্রে করায় লাখ টাকা জরিমানা

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

দিনাজপুরের হিলিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা চালের গুদামে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় দীর্ঘদিন ধরে চাল মজুদ ও মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্প্রে করা চাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি স্থলবন্দরের চাল ব্যবসায়ী নবিবুল ইসলাম ভারতীয় আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে দীর্ঘ ৯-১০ মাস ধরে তার নিজস্ব গুদামে মজুদ করে রেখেছেন। দুপুরে এমন খবর পেয়ে হিলি স্থলবন্দরের পালপাড়া এলাকায় নবিবুলের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালের পোকা মাড়ার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করা এবং দীর্ঘদিন ধরে চাল মজুদ করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে যে চালে কীটনাশক স্প্রে করছিলেন সেগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন