দ্বিতীয় দফায় বন্যায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পানি বন্দি মাুষদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রথম দফা বন্যার সময় আমরা দাবী জানিয়েছিলাম সিলেটকে বন্যা দুর্গত এলাকা ঘোষনা করে বন্যার্থদের দীর্ঘ মেয়াদী খাদ্য সহাতা প্রদান পূর্বক পুনর্বাসন করতে কিন্তু সরকার এতে কর্নপাত করেনি। এখন মাত্র এক মাসের মধ্যেই সিলেটে আবারো ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কাইঘাট, জকিগঞ্জ, সিলেট সিটি কর্পোরেশন এলাকার বেশীরভাগ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়াও, বিয়ানীবাজার ও বিশ্বনাথে কিছু এলাকার মানুষ এখন পানিবন্দি। আমরা এসব এলাকার পানিবন্দি মানুষদের উদ্ধার পরবর্তী সময়েও সেনাবাহিনীর মাধ্যমে বন্যা দুর্গতদের দীর্ঘ মেয়াদী পর্যাপ্ত পরিমান খাবার সহ প্রয়োজনীয় সহায়তা প্রদানপূর্বক পুনর্বাসন করার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি। অন্যথায় সরকার থেকে যে বরাদ্দ আসবে তা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা লুটপাট করে ফেলবে। নেতৃবৃন্দ বন্যা দুর্গত এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের পানিবন্দি মানুষদের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন