শেষ হলো পাটপণ্যের মেলা। রাজধানীর জাতীয় জাদুঘরে গত সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পাটপণ্য মেলা। ঘর সাজানোর আনুষঙ্গিক পণ্যের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য স্থান পেয়েছে এই মেলায়। পাটপণ্যের এসব বাহারি ডিজাইন নজর কেড়েছে ক্রেতাদের। আয়োজকরা জানান, পাটের বহুবিধ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তারা মেলায় তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসেছেন। পাটের বহুবিধ ব্যবহারে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ব্যাগ, ওয়ালম্যাট, শতরঞ্জি, রং-বেরংয়ের শো-পিস স্থান পেয়েছে স্টলগুলোতে। সোমবার সকালে জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী পাটপণ্য মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় কয়েকটি স্টল ঘুরে দেখেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন