শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে, সিলেটের কোম্পানীগঞ্জ পরিদর্শনকালে সেনাপ্রধান শফিউদ্দিন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ৬:৫৫ পিএম

সিলেটে বন্যাকবলিত কোম্পানীগঞ্জ পরিদর্শন কালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, অভাবনীয় বিপর্যয় নেমে এসেছে সিলেট ও সুনামগঞ্জে। বৃষ্টিপাত হয়েছে রেকর্ড পরিমাণ। খুবই বিপদে আছে দুর্গত এলাকার মানুষ। দুর্গত মানুষের সহায়তায় যথাসম্ভব কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সিলেট ছাড়াও ইতোমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকার সাভারসহ বিভিন্ন সেনানিবাস থেকে সেনাসদস্যদের এনে দুর্গত মানুষদের সহায়তার কাজে লাগানো হয়েছে। আরও অনেক সেনাসদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সেনাবাহিনী তাদের সামর্থ্যরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
আজ রবিবার সিলেটে বন্যাকবলিত কোম্পানিগঞ্জ উপজেলা পরিদর্শনে যান সেনা প্রধান। পরে উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্কে ত্রাণ বিতরণকালে সেনাপ্রধান বলেন, ‘বন্যা দুর্গতদের জন্য সেনাসদস্যরা কী পরিমাণ কষ্ট করছে তা নিজে দেখতে এসেছি।’ সাংবাদিকদের তিনি বলেন, চাই ‘ বৈরী আবাহাওয়া, প্রবল স্রোত, টানা বৃষ্টি, নেটওয়ার্কহীনতা সত্ত্বেও সেনাসদস্যরা বন্যাকবলিতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।’ পরিস্থিতি মোকাবেলা প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘দ্রুত এই পানি নেমে যাবে বলে মনে হচ্ছে না। তবে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ সহসা কমবে না। ব্যাপক ক্ষয়ক্ষতিও হবে। পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। আমরা ত্রাণ ও চিকিৎসা প্রদান শুরু করেছি। সেনাসদস্যদের বলেছি কষ্ট যতই হোক মানুষের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন