আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে ব্যাপকভাবে বিনিয়োগ ও রেমিট্যান্স প্রেরণের পাশাপাশি প্রবাসেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের সুনাম বাড়াচ্ছেন। তাই এ সুনাম অব্যাহত রাখার পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতিকে আরো তরান্বিত করার লক্ষ্যে ব্যাপকভাবে বিনিয়োগ ও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করার আহবান জানান। গত শনিবার আমিরাতের আজমানের রাশিদিয়া-১ বাংলাদেশি মালিকানাধীন আল-মায়িদা রেস্টুরেন্ট-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম মাহবুব ও তার সহধর্মিণী বিশিষ্ট নারী উদ্যোক্তা শেফালী আক্তার আঁখি, শেখ ফরিদ আহমেদ সিআইপি, মাহাবুব আলম মানিক সিআইপি, ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিআইপি, শহিদুল ইসলাম দিনু, জেসমিন আক্তার সিআইপি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো অনেকে। এ রেস্টুরেন্ট দেশের ঐতিহ্যবাহী নানা রকম খাবার পরিবেশন করে দেশের সুনাম বাড়াবে বলে জানান মালিক পক্ষ। তাই প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের এ প্রতিষ্ঠানটিতে আসার জন্য আহ্বান জানান তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন