শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিশিরাতের সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই, সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৬:৫৯ পিএম

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগনের ভোটে ক্ষমতায় আসেনি, তারা নিশিরাতে জনগনের ভোট চুরি করে ক্ষমতা দলখ করেছে। যার ফলে সিলেটবাসী বন্যার পানিতে সাতার কাটলেও তাদের এমপিরা ঢাকায় বসে আরাম আয়েশ করছে। জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। আজ সোমবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় বন্যাদুর্গ ১৩ শ পরিবার এবং দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর, টিকরপাড়া, কলারতল এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রে ১১শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশে আজ কসমেটিক্স উন্নয়নের নামে লুটপাট চলছে। শুধু ব্রীজ আর লাইটিং করার নাম উন্নয়ন নয়। একদিকে শতকোটি টাকা ব্যায় করে পদ্মাসেতুর উদ্বোধনের নামে জনগনের সাথে প্রহসন করা হচ্ছে অন্যদিকে মানুষ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। আওয়ামী লীগকে একসময় সবকিছুর হিসাব দিতে হবে।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপনের সহযোগীতায় ১৩শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক, সিলেট জেলা বিএনপি নেতা শাকিল মোর্শেদ, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সমসির আহমদ, সাবেক যুবদল নেতা সাহাব উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান হেলুয়ার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইউসুফ আহমদ, ছাত্রদল নেতা বুলবুল আহমদ, সরফ উদ্দিন, ময়নুল ইসলাম, কামরুল ইসলাম, আলফাজ আহমদ প্রমূখ।

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ১১শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকাল উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, সোহেল ইবনে রাজা, রায়হান এইচ খান, রাসেল আহমদ রানা, মাহবুব আলম, আল মামুন, শিহাব খান, মাহবুব আহমেদ চৌধুরী, আজমল হোসেন অপু, রিপন আহমেদ, আলাউদ্দিন ফারাবী, রাসেল আহমদ, জুয়েল আহমদ, শাহজাহান আহমেদ প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন