ঢাকার ধামরাইয়ে ঝোপ থেকে একদিন বয়সী মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে কান্নার শব্দ পেয়ে বরাতনগর এলাকার লোকজন ঝোপের পাশে একটি নবজাতক শিশু দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক খবর পত্র পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. ওয়াসিম হোসেন। তিনি পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এই বিষয়ে সাংবাদিক ওয়াসিম হোসেন জানান, ভোরে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার সময় বাসার পশ্চিম পাশে একটি ঝোপের ভিতর থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখি একটি নবজাতক শিশু সেখানে জীবিত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি বরাতনগর মহল্লার লোকজনকে জানাই এবং ধামরাই থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।
ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা জানান, গতকাল সকালে জীবিত একটি মেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন