শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কুকুর-বিড়ালের জন্য ‘ডেটিং অ্যাপ’ খুলল আমেরিকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ২:৩৫ পিএম

পোষা প্রাণী নিতে চান, অথচ কাছেপিঠে কোথাও তাদের পাচ্ছেন না। এমন পশুপ্রেমীদের সাহায্যের জন্য আমেরিকায় খোলা হল ডেটিং অ্যাপ!

আমেরিকার পুলিশের উদ্যোগে তৈরি সাইটে ঢুকলে এক দল কুকুর এবং বিড়ালের দেখা পাওয়া যাবে। তাদের কারও সঙ্গে ‘ম্যাচ’ করতে চাইলে শুধু একটা ডান দিকে ‘সোয়াইপ’।

ফ্লোরিডার ব্রেভার্ড কান্ট্রি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। পোষ্য প্রাণীদের স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য সবচেয়ে ভাল মালিক খুঁজে পাওয়াই তাদের লক্ষ্য। ‘টিন্ডার’-এর আদলে তৈরি এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে এক জন ভাল মালিক।

এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ পশুপ্রেমী সংগঠন থেকে সাধারণ মানুষ। বাড়িতে নতুন সদস্য আনার জন্য কয়েকজন ওই সাইটে ঢুঁ মারা শুরু করেছেন। তবে কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছেন এই অ্যাপের সঙ্গে সমনামী ডেটিং অ্যাপের কোনও সম্পর্ক নেই। সূত্র: নিউজউইক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন