শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নীলফামারীতে বন্যা পরিস্থিতি অপরির্বতিত

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৫:০৫ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি মঙ্গলবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নীলফামারী জেলার ২টি উপজেলার প্রায় ৪ হাজার পরিবার এখনও পানি বন্দি রয়েছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্র জানায়, মঙ্গলবার দুপুর ১২ টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার ও বিকেল ৩টায় পানি বৃদ্ধি পেয়ে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি । এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদ দৌলা জানান, এ জেলায় দুদিন ধরে ভারি বৃষ্টিপাত নেই। কিন্তু ভারতের গজলডোবা ব্যারেজের জলকপাট খুলে দেয়ায় সেখানকার পানি ধেয়ে আসছে তিস্তায়। ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি।

নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এছাড়া বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন