শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরে হাঁটু পানি

কুষ্টিয়া স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৮:০৮ পিএম

প্রায় আড়াই ঘণ্টার টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জজ কোর্ট, জেলা পরিষদ, কুষ্টিয়া টিঅ্যান্ডটিসহ প্রায় সব অফিসে হাঁটু পানি জমেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কুষ্টিয়ায় আড়াই ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

কৃষি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, কুষ্টিয়া জেলায় একমাত্র কুমারখালী ছাড়া অন্য কোথাও বৃষ্টিপাত পরিমাপ করার ব্যবস্থা নেই। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত কুমারখালী উপজেলায় ১৪ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। ৮৯ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হলে আমরা সেটিকে ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করি।


তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টায় কুষ্টিয়া শহরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এটি এ বছরের একটানা বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড।


এদিকে, টানা ভারী বৃষ্টিপাতের ফলে কুষ্টিয়া শহরের অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। হাঁটু পানি জমেছে কুষ্টিয়া জজ কোর্টের পুরোনো আইনজীবী ভবনের নিচতলায়। হাঁটু পানির মধ্যেই আইনজীবীদের দৈনন্দিন কাজকর্ম করতে দেখা গেছে।


এছাড়া শহরের অধিকাংশ সড়কে হাঁটু পানি জমায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশনে সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন