শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুসিকের দুই কাউন্সিলরসহ আটজন কারাগারে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লা সিটি নির্বাচনে সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আসামিরা কুমিল্লার জেলা ও দায়রা আদালতে জামিন আবেদন করলে বিচারক আতাবুল্লাহ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে দূর্গা পূজা মÐপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বর্তমান এবং সাবেক কাউন্সিলরসহ ৮ জন হাইকোটের জামিনে ছিলেন।
যাদের কারাগারে প্রেরণ করা হয়েছে তারা হলেন, ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন বাবু, বিষ্ণপুর মোন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, ইসহাক মিয়ার ছেলে মো. রাসেল, মোবারক আলীর ছেলে মফিজুল ইসলাম, সুলতান আহম্মদের ছেলে মান্নান মিয়া ও শুভপুর এলাকার আ. অহিদের ছেলে নজির আহমেদ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন