শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরকার রাষ্ট্রীয় টাকায় আতশবাজি কিনছে

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০০ এএম

ঝিনাইদহে শ্রমিক দলের বর্ধিত সভায় জেলা বিএনপি সভাপতি অ্যাড. এম এ মজিদ অভিযোগ করে বলেছেন, সরকার বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জবাসীকে অভুক্ত রেখে রাষ্ট্রীয় টাকায় উৎসব পালনের জন্য আতশবাজি কিনছে। তিনি বলেন, এই নিষ্ঠুরতা কাম্য নয়। ভারত একতরফাভাবে তিস্তা নদী ও ফারাক্কার সব গেট খুলে দিয়েছে। অথচ সরকার গদি হারানোর ভয়ে নিশ্চুপ। এই সরকার জনগনের নয়, প্রতিবেশী দেশের দালাল সরকার।
এম এ মজিদ গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা শ্রমিক দলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে আয়োজিত সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতিয়ার রহমান ফরাজী, জেলা বিএনপিসাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলামসসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিয়ে সরকার ভুল করছে। তাকে মুক্তি না দিলে বিএনপি কঠোর হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
হাসিনা সরকারকে অবৈধ উল্লেখ করে তাদের ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানানো হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন