টঙ্গীতে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলো- জুলহাস মিয়া ও আবু সায়েম। এ সময় শফিকুল নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকার দুলু মিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলপাজরা গ্রামের জিলু মিয়ার ছেলে। আবু সায়েম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এলাকাবাসী জানান, দুলু মিয়ার মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী আবু সায়েম জুলাই মাস থেকে তার দোকান ছেড়ে দেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে দু’তলায় তার দোকান থেকে জুলহাস ও শফিকুলকে নিয়ে সাইনবোর্ড খুলছিলেন। এসময় সাইনবোর্ডের স্টিলের পাত পাশে থাকা বিদ্যুতের তারের মধ্যে গিয়ে পড়লে তারা সকলেই বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে আশপাশের লোকজন গুরতর আহত অবস্থায় জুলহাস ও সায়েমকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জুলহাস বিকেল ৩টায় এবং সায়েম ৪টায় মারা যান। আহত শফিকুলকে হোসেন মার্কেটস্থ ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন