সংসদের বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে দেখতে থাইল্যান্ড গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার(২৩ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানযোগে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যক্তিগত সফরে থাইল্যান্ড গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি থাইল্যান্ডে থাকাকালীন দেশটির ওয়েস্টিন গ্র্যান্ড সুকুমভিত হোটেলে অবস্থান করবেন। জালালী জানান, জাতীয় পার্টি চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে আছেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
গতকাল বুধবার বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বলেছিলেন, আগামী সোমবার চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় থাই এয়ারওয়েজের বিমানযোগে ব্যাংকক থেকে রওয়ানা হয়ে বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
এদিকে আজ বিমানবন্দরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিদায়ী শুভেচ্ছা জানান চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মমতাজ উদ্দিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন