শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ আন্দোলন, লড়াই আর সংগ্রামের

তারাকান্দা(ময়মনসিংহ)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৭:৩০ পিএম

সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩-ম প্রতীষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি বিকাল ৩ টায় এক মনোজ্ঞ র‌্যালীর পর দলীয় কার্য্যালয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

ঘন্টাব্যাপী আলোচনা সভায় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী,মোজাম্মেল হক,যুগ্ম-সাধারন সম্পাদক শামসুল ইসলাম রাজু,আজাহারুল ইসলাম সরকার,সাংগঠনিক সম্পাদক ও তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন,শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নূরুজ্জামান সরকার বকুল প্রমুখ।

২৩ জুন অনুষ্টিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারাকান্দায় আলোচকরা নিজেদের বক্তব্যে যে কথাটি বারবার উচ্চারন করেছেন তা হলো বাংলাদেশ আওয়ামীলীগ এমনি এমনি ৬ যুগ পার করেনি।অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়েই বাংলাদেশ আওয়ামীলীগ আজকের অবস্থানে এসে দাড়িয়েছে।বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সভাপতি শেখ হাসিনাকে সর্বমোট ১৮ বার হত্যাচেষ্ঠার কথা উল্লেখ করে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী বলেন-সেই ১৯৭১ সালের পরাজিত শক্তি আজও মাথাচারা দিয়ে উঠার পায়তারা করছে।সময় এসেছে এদের রুখে দেবার।মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ এগিয়ে গেছে।কোন অপশক্তিই বাংলাদেশের এবং দেশের মানুষের অগ্রগতি রুখে দিতে পারবেনা।

তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার তার বক্তব্যে বলেন-দেশ আজ উন্নয়নের রোল মডেল।মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর ফুলপুর-তারাকান্দার অবিসংবাদিত নেতা শামসুল হকের সুযোগ্য পুত্র বর্তমান সরকারের গৃহায়ণ এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদের হাত ধরে এগিয়ে যাবে তারাকান্দা এমনটিই আমি আশা করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন