শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর ৭০০ কেজি আম উপহার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১০:৪৪ এএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপ সরকারের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ জন্য উপহার হিসেবে ৭০০ কেজি রংপুরের হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডর এট লার্জ আহমেদ সালিম এর নিকট উক্ত উপহার হস্তান্তর করেন।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,এম্বাসেডর এট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে।
এসময় উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ফাতিমাত ঘিনা।
এম্বাসেডর এট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন