শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় প্রতিবাদ সমাবেশে ঠনঠনিয়ার পীর নবী সাঃ এর অবমাননার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব আনুন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ৪:১৪ পিএম

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা ঠনঠনিয়া দরবার শরীফের আহবানে, বগুড়া শহরস্থ সাত মাথায় ম্যানেজিং কমিটির এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেসিন বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই বারী,ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শাব্বির আহমদ উসমানী,দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন রাজু, বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জনাব আলহাজ্ব আব্দুর রহিম, জমিয়াতুল মোদার্রেসিনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা ভারত সরকারকে নিন্দা সহ উক্ত দুই নেতাকে গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান অন্যথায় ভারতের পণ্য বর্জন করার ঘোষণা প্রদান করেন।

পরিশেষে ঠনঠনিয়া দরবার শরীফের পীর ছাহেব ও ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রাগেব হাসান ওসমানী জাতীয় সংসদে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব সহ সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করে দোওয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের পরিসমাপ্তি ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন