শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে ফুটল ১১টি অজগরের বাচ্চা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ৬:১৯ পিএম

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে ডিম থেকে ১১টি অজগরের বাচ্চা ফুটেছে। প্রায় ৬৫ দিন ধরে হাতে তৈরি ইনকিউবেটরে রাখা ডিম থেকে বুধবার (২২ জুন) এসব বাচ্চা ফুটেছে বলে জানিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জুন) চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানার একটি অজগর ১৫টি ডিম দিয়েছিল। ডিমগুলো আমরা খাঁচা থেকে সংগ্রহ করি। এরপর হাতে তৈরি ইনকিউবেটরে ৬৫ দিন বিভিন্ন তাপমাত্রায় রেখেছিলাম। তার মধ্যে ১১টি ডিম ফুটে বাচ্চা হয়েছে। আর চারটি ডিম নষ্ট হয়েছে। তিনি আরও বলেন, সাপের বাচ্চাগুলোকে চামড়া বদল না করা পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হবে। এগুলো এখন ইনকিউবেটর থেকে আলাদা করে অন্য বাক্সে রাখা হয়েছে। চামড়া বদল করার পর এগুলোকে খাবার দিতে হবে। এখন আমাদের কাছে থাকবে সাপগুলো। তিনি বলেন, বাচ্চাগুলো চামড়া বদল করার পর চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের সঙ্গে পরামর্শ করব। তিনি যদি নির্দেশনা দেন বন্য পরিবেশে ছাড়ার জন্য তখন বন্য পরিবেশে ছেড়ে দেবো।

শুভ এর আগে বলেছিলেন, চিড়িয়াখানায় অজগরগুলো খাঁচায় ডিম পাড়ার কারণে তা নষ্ট হয়ে যায়। পরে আমরা সিদ্ধান্ত নিয়ে নিজেরাই একটি ইনকিউবেটর তৈরি করি। এরপর খাঁচা থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে এনে রাখা হয়। চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনে ভূমিকা রাখছে। আগের জেলা প্রশাসকদের মতো বর্তমান জেলা প্রশাসকও প্রাণী সংরক্ষণে চিড়িয়াখানার কার্যক্রম আরও বাড়ানো জন্য নির্দেশনা দিয়েছেন বলেও জানান চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শুভ।

২০১৯ সালের জুনে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ডিম থেকে অজগরের ২৫টি বাচ্চা ফোটানো হয়। যা পরে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিল। সে সময় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছিল বাংলাদেশে কোনো চিড়িয়াখানায় ইনকিউবেটরে সাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন এর আগে কেউ করেনি। এরপর ২০২১ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে ইনকিউবেটরে ডিম থেকে ২৮টি বাচ্চা ফুটেছিল। পরে সেগুলো চট্টগ্রামের সীতাকুণ্ডের বনে ছাড়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন