২৪ জুন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনার পাথরঘাটায় অজ্ঞাত তরুণীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাচনপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি খালে ওই তরুণীর মৃতদেহ স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। তবে স্থানীয় অধিবাসীরা এ ধরনের লাশের কোনো পরিচয় জানেনা। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন কোন নারী হতে পারে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল বাশার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর রহস্য তবে ধারণা করা হচ্ছে এলাকায় ঘুরে বেড়ানো কোন মানসিক ভারসাম্যহীন নারী হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন