বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেবিদ্বারে নামাজের কথা বলায় মারধরে আহত স্কুলছাত্রের মৃত্যু

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০১ এএম

নামাজ পড়ার আহবান করায় মারধরের শিকার আজিজুল হক হৃদয় নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, মারধরের একদিন পর গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের লিটন মিয়ার ছেলে এবং এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজিজুল হক হৃদয় গত বুধবার আসর নামাজের সময় মসজিদে যাওয়ার পথে পার্শ্ববর্তী পশ্চিম পোমকাড়া গ্রামের আবদুল মোনাফের ছেলে ইদ্রিস মিয়াকে নামাজ পড়তে আহবান জানালে ইদ্রিস তাকে গালমন্দ করে। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ইদ্রিস মিয়া ও তার সহযোগি মুগসাইর গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ কমল দাস ক্ষিপ্ত হয়ে হৃদয়কে মারধর এবং এলোপাথরি লাথি মারতে থাকে। আহত হৃদয় তলপেটের তীব্র ব্যাথা অনুভব করে। পরে গুরতর অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে। গতকাল শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে হৃদয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর দৈনিক ইনকিলাবকে জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু মারধরের অভিযোগ উঠেছে, তাই ময়নাতদন্ত করা হয়েছে।
ময়নাতদন্তের রির্পোট আসলেই তার মৃত্যুর রহস্য নিশ্চিত হওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন