শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পার্বতীপুরে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মহানবী (স.)-কে কটূক্তির প্রতিবাদ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০১ এএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে যে কটূক্তি করার প্রতিবাদে গতকাল শুক্রবার পার্বতীপুরের ভবানীপুর বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠতি হয়। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ভবানীপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বেলা আড়াইটার সময় হাবড়া ইউনিয়ন ইমাম সমিতি ও তহীদি জনতার আয়োজনে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। ভবানীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবড়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলনা আবুল হায়াত। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম সমিতির সহসেক্রাটারি আসাদুল্লা, হাফেজ শামীম, হাফেজ তরিকুল ইসলম, খতিব হারুনুর রশিদ, হাফেজ মোবাউল, আমবাড়ির ইমাম আজিজুর রহমান, মোতাহার হোসেনসহ বিভিন্ন স্তরের মাওলানা, ইমাম ও হাফেজগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন