শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বন্যার্তদের সাহাযার্থে ২৫ লক্ষ টাকার তহবিল ঘোষণা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ৬:৩৩ পিএম

সিলেটের বন্যাদূর্গত এলাকার মানুষের জন্য ২৫ লক্ষ টাকার প্রাথমিক তহবিল ঘোষণা করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। এই তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেয়া হবে। আজ শনিবার কলেজ হাসপাতালের পরিচালনা কোম্পানী হলি সিলেট হোল্ডিং কোম্পানী লিমিটেডের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে উইমেন্স মেডিকেল কলেজের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন ও সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। হলি সিলেট হোল্ডিং কোম্পানীর ভাইস চেয়ারম্যান ডা: এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীর ভাইস চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, নূরুল ইসলাম খান, এমদাদ হোসেন চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ অয়েছ আহমদ চৌধুরী, ভাইস প্রিন্সিপাল ডাঃ শাহানা ফেরদৌস, মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভূইঁয়া, হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ ফেরদৌস হাসান, উপ পরিচালক ডা: হিমাংশু শেখর দাস ও সহকারী পরিচালক ডাঃ তাহফিম আহমদ রিফাত প্রমূখ। সভায় বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলে বিপুল ক্ষতিসাধন হয়েছে। খাবারের পাশাপাশি বন্যাদূর্গত মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এই কঠিন সময়ে ত্রাণের পাশাপাশি বন্যার্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন