শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আত্মসাতকৃত টাকা ফেরৎ না দেয়ায় খুলনা জেলা পরিষদের সাবেক কর্মকর্তা কারাগারে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৫:১৬ পিএম


আত্মসাৎকৃত প্রায় ৩৭ লাখ টাকা ফেরৎ না দেওয়ায় খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারি মিজানুর রহমানের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২৬ জুন) দুপুরে মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করেন।
এর আগে আত্মসাত ঘটনায় তদন্ত শুরু হলে মিজানুর রহমান দুই কিস্তিতে জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা ফেরৎ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন জামিনের শর্ত অনুযায়ী আত্মসাৎকৃত টাকা ফেরৎ না দেওয়ায় জামিন না-মঞ্জুর হয়েছে।
জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন দরপত্র সিডিউল বিক্রি, খেয়াঘাটে ইজারা আদায় ও অননুমোদিত ভ্রমণ ভাতা বাবদ প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন মিজানুর রহমান। এ ঘটনায় তদন্ত শুরু হলে তিনি জেলা পরিষদের কোষাগারে ১৩ লাখ টাকা ফেরৎ দেন। ২০২০ সালে ১৩ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে দুদক। এর আগে অর্থ আত্মসাতের ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলা করেন। মামলা নং-৩/২০২০।
এদিকে ঘটনার সত্যতা পাওয়ায় ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়। আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, আত্মসাতকৃত টাকা পরিশোধের সময় চেয়ে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন। কিন্তু দীর্ঘ এক বছরেও ওই টাকা পরিশোধ করেননি। এর মধ্যে গত সপ্তাহে হাইকোর্টে জামিনের আবেদন করলে তা’ না-মঞ্জুর হয়। এরপর খুলনায় মহানগর বিশেষ জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক আবারও তা’ না-মঞ্জুর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন