ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুঁপিয়ে খুঁচিয়ে হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে লুটেরা দল।
রবিবার (২৬ জুন) সকালে ওই ইউনিয়নের গাবির বিলের ভিতর থেকে নিহত কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম শরীফ শেখ (৩৫)। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের পুত্র। স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের ব্যবসা আছে জানাগেছে । তার পরিবারের অভিযোগ, কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার সময় তাদেরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা গনমমাধ্যম কে জানান, নিহত কাঁচামাল ব্যবসায়ী শরীফ শনিবার (২৫ জুন) রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন।
রবিবার (২৬ জুন) সকালে স্থানীয়রা গাবির বিলের মধ্যে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী তখন আমরা সবই বিষয়টি জানতে পারি। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, নিহত শরীফের মাথা কুপিয়ে খুঁপিয়ে খুঁচিয়ে তিনটি খন্ড করে ফেলে উপুড় করে রাখা ছিলো ব্যবসায়ীর লাশ।
রবিবার (২৬ জুন) পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছন।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে গনমমাধ্যম কে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন