শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০১ এএম

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসীম উদ্দিন জানান, ৩১টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের সময় ১নং প্লাটফর্মের দ্বিতীয় লাইনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এসময় সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। পরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মালবাগী ট্রেনটি ১৮টি বগি নিয়ে পাঘাচং স্টেশনে চলে যায়। বাকি ১৩টি বগি উদ্ধারের জন্য আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। এ ঘটনায় কোন হতাহত হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন