শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে টেঁটা বিদ্ধ হয়ে নারী নিহত আহত ৪

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০১ এএম

ময়মনসিংহের সদর উপজেলায় জমি বিরোধের জের ধরে হাসিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

আহতরা হলেন- নিহতের স্বামী আ. মালেক, ছেলে কাউসার আহমেদ, হুসনে আরা ও মনোয়ারা বেগম। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার রঘুরামপুর পূর্বপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, জায়গা-জমি নিয়ে স্থানীয় আ. খালেকের সাথে প্রতিবেশি মজিবর রহমান গংদের বিরোধ চলে আসছিল। দুপুরে ওই বিরোধের জের ধরে মজিবুর রহমান ও তার লোকজন বাড়ির পাশেই একটি দোকানের জায়গা দখল করতে আসলে বাঁধা দেয় আ. খালেক ও তার পক্ষের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হলে মজিবুরের হাতে টেঁটা বিদ্ধ হয়ে নিহত হন খালেকের ছোট ভাই আ. মালেকের স্ত্রী হাসিনা বেগম।

ওসি আরও জানান, এ ঘটনার মূলহোতা মফিদুল ইসলামসহ জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। তবে তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন