হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত ৪৭ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুনারুঘাট পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২১ লাখ ৫৯ হাজার। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।
এতে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হান্নান, পৌরসভার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু ওবায়েদ, সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম, মো. জামাল হোসেন লিটন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এস এম সুলতান খান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন