শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় শিক্ষক খুন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০২ এএম

বখাটে ছাত্রের বেধড়ক পিটুনিতে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের। হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালন করেন হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্র জিতুকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। গত শনিবার আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। জিতু চিত্রশালাই এলাকার উজ্জ্বল হাজীর ছেলে এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। এ ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এখনও পলাতক রয়েছে জিতু। এদিকে হামলাকারীর দ্রæত বিচার দাবিতে সাভার উপজেলা চত্ত¡রের শহীদ মিনারে মানববন্ধন করেছেন সাভার ও আশুলিয়া স্বাধীনতা শিক্ষক পরিষদ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মামলার আসামি জিতুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন