শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উখিয়ায় স্কুলশিক্ষিকাকে কোপানোর ঘটনায় রোহিঙ্গা যুবক আটক

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৫ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যৌন হয়রানির প্রতিবাদ করায় ডেইজি বড়ুয়া নামে এক স্কুল শিক্ষিকাকে কোপানোর ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ধারালো দা’ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা ক্যাম্প-২/ডব্লিউ, ব্লক-বি, সাব-ব্লক-বি/৫ এর বাসিন্দা শামশুল আলমের ছেলে মোহাম্মদ আলম।
১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, গত মঙ্গলবার যৌন হয়রানির প্রতিবাদ করায় রোহিঙ্গা যুববক মোহাম্মদ আলম এনজিও কর্মী হামলার শিকার ডেইজি বড়ুয়াকে দা দিয়ে ডান হাত ও বাম হাতের কব্জিতে, পিঠে ও মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ আলমকে আটক করা হয়। হামলার শিকার ডেইজি বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কচুবুনিয়ার সাধন বড়ুয়ার মেয়ে। তিনি একটি এনজিওতে কর্মরত। ওই ক্যাম্পের একটি স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন