কুমিল্লার লাকসামে বিদ্যুৎপৃষ্টে স্ত্রী-স্বামীর মৃত্যু ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম-পূর্ব ইউনিয়ন সাহেব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নিজ বাড়ির ছাদে কাপড় নামাতে গিয়ে প্রথমে স্ত্রী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
লাকসাম থানা ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, লাকসামের সাহেবপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম বৃষ্টির আভাস পেয়ে বাড়ির ছাদে কাপড় আনতে যান। এ সময় কাপড় শুকাতে দেওয়া জিআই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী কামাল উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনার তদন্ত চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন